lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-19T04:19:56Z
জেলার সংবাদ

পঞ্চগড়ে ভারত ও বাংলাদেশের পর্যটন ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

Advertisement

আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি

সোমবার ১৮ সেপ্টেম্বর রাত ৮ টার সময় পঞ্চগড় সেন্টার প্লাজার তৃতীয় তলায় একটি হলরুমে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত  হয়। 

সৌহার্দ্য সম্প্রসারিত হোক ইতিহাস প্রকৃতি,সংস্কৃতি  ও পর্যটনে দুই বাংলা ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অটুট রাখতে, ও দুই দেশের সংস্কৃতির আদান প্রদান করতে  বাংলাদেশ পর্যটন ফোরাম পঞ্চগড়ের আহ্বায় ও অনুষ্ঠানের সঞ্চালক  মোঃ  আবু সালেক এর মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ পর্যটন বিশেষজ্ঞ হাসনুর রশিদ খান বাবু। 

প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি এবং পর্যটন প্রেমী ভারত পর্যটন ফোরাম শ্রী বিশ্বজিৎ সাহা, ও পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, অর্থনৈতিক,ধর্মবিদ, ব্যবসায়ী , শিক্ষক ও বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট  মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

বক্তারা পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোর বিষয়ে তুলে ধরেন এবং এই পর্যটন কেন্দ্র কে ইস্যু করেই দুই দেশের মধ্যে গভীর  বন্ধুত্ব গরে তুলা সম্ভব বলে জানান,এবং পর্যটন কেন্দ্র থেকেই পঞ্চগড় জেলার অর্থনৈতিক উন্নতি করা সম্ভব। 

পঞ্চগড় জেলায় বিভিন্ন দার্শনিক স্থান রয়েছে এগুলি দীর্ঘদিন ধরে অবহেলিত কিন্তু এই পর্যটন ফোরামের মাধ্যমে পঞ্চগড় জেলার সকল দার্শনিক স্থানগুলো তুলে ধরা হয়েছে এর মধ্যে রয়েছে বোদা উপজেলার বড়শশী  ইউনিয়নের ভদ্রেশ্বরী মন্দির, পঞ্চগড়  সরকারি মহিলা কলেজের রক্স মিউজিয়াম, ভিতরগড়ের মহারাজা দিঘী, মির্জাপুর শাহী মসজিদ, ১২ আউলিয়ার মাজার সহ পঞ্চগড়ের আর ও অনেক দার্শনিক স্থান রয়েছে। 

বক্তব্যে পৌর মেয়র  জাকিয়া খাতুন বলেন আমরা যেন বিশ্ববাসীকে বলতে পারি পঞ্চগড় জেলা  একটি সুন্দর, দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র।