lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-25T03:45:46Z
সারাদেশ

ওটি অ্যাটেনডেন্ট সোসাইটি কুড়িগ্রাম এর কমিটি গঠন

Advertisement

 

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :


ওটি অ্যাটেনডেন্ট সোসাইটি কুড়িগ্রাম এর কমিটি গঠিত  হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ সহিদুল ইসলামকে "সভাপতি,মোঃ শাহিন রহমানকে সাধারণ সম্পাদক ও ডাঃ এম তৌফিক মোল্লাকে সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত করা হয়। 


জানা গেছে, ঘোষিত কমিটিতে অনান্য পদে মোঃ চাঁদ মিয়া (সহ-সভাপতি),মোঃহাফিজুর রহমান (সহ-সভাপতি),মোঃআবু সাঈদ বকসী রতন (যুগ্ন সাধারণ সম্পাদক),মোঃমকবুল হোসেন (অর্থ সম্পাদক), মোঃ মিনহাজুল ইসলাম আকাশ (দপ্তর সম্পাদক),মোঃহাসানুর রহমান, রবিউল ইসলাম রবি ও জুয়েল রানাকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।


নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন কুড়িগ্রাম ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ সাইদুল হাসান দুলাল ও সাধারণ সম্পাদক ডাঃ জি,এম,আরিফ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। 

অভিনন্দন জানানোর  পাশাপাশি জেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।