lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-20T09:34:54Z
জেলার সংবাদ

গৌরীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Advertisement


মোঃ মোরসালিন ময়মনসিংহ গৌরীপুর প্রতিনিধি


ময়মনসিংহের গৌরীপুরে শারদীয়া দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হল রুমে এই প্রস্তুতিমূলক সভা শুরু হয়। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত ওসি জনাব মাহমুদুল হাসান, যুব উন্নয়নের অফিসার নন্দন কুমার দেবনাথ, আনসার বিডিভি অফিসার শফিকুল ইসলাম, এবং বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপের কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ, এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, গৌরীপুরে ঐতিহ্যের ধারাবাহিকতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সকল মন্ডপে প্রয়োজনীয় পুলিশ ও আনসার ভিডিপি মোতায়ন করা হবে। এছাড়াও সর্বক্ষণিক পুলিশ টহল জোরদার থাকবে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত ওসি জনাব মাহমুদুল হাসান বলেন, কোন প্রকার গুজবে বিভ্রান্ত না হয়ে সরাসরি আপনারা থানার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর তথ্য মতে এবছর গৌরীপুরে মোট ৫৮ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।