lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-21T09:54:01Z
দেশজুড়ে

বেনাপোলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Advertisement


বেনাপোল প্রতিনিধি:



যশোরের বেনাপোল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্প্রতিবার (২১সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে পৌরগেট সংলগ্ন অবস্থিত ফুট পোর্ট ক্যাপেরার সামনে কালভার্টের নিচ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।


এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার তদন্ত (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, সকালে মরদেহটি ব্রীজের নিচে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর হাসপাতালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।