মোঃ মোরসালিন ময়মনসিংহ গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান আইজিপি পুরষ্কার পেয়েছেন।
Advertisement
বুধবার সকালে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা পিপিএম পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে তাঁর হাতে এ পুরষ্কার তোলে দেন।
জানা যায়, ছিনতাইয়ের ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার, মোটরসাইকেল ও হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করায় মাহমুদুল হাসানকে এ পুরষ্কার দেয়া হয়েছে।
ওসি বলেন, পুরস্কার প্রাপ্তি কাজের গতিকে ত্বরান্বিত করে। এসপি মহোদয়ের নির্দেশনায় গৌরীপুর থানা এলাকায় আইনশৃংঙ্খলা পরিস্থিতির সার্বিক নিয়ন্ত্রণ ও পুলিশি সেবা দিতে আমরা বদ্ধপরিকর।