lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-23T15:19:29Z
অগ্নিসংযোগ

লালপুরে সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

Advertisement


নাটোর জেলা প্রতিনিধি


নাটোরের লালপুরে সাবেক চেয়াম্যান মো. ইয়াসিন আলীর (৬০) বাড়িতে গোয়াল ঘর ও খড়ির ঘরে আগুন লাগানো হয়েছে বলে পাওয়া গেছে।


শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) ভোরে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মো. ইয়াসিন আলী ওই গ্রামের মৃত ফকির মন্ডলের ছেলে ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়াম্যান। তিনি নাটোর জেলা ও লালপুর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক।


অভিযোগ সূত্রে জানা যায়, মো. ইয়াসিন আলী প্রতিদিনের শুক্রবার রাত ১০টার দিকে বাড়িতে নিজ ঘরে ঘুমিয়ে যান। শনিবার ভোর ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়াতে ঘুম থেকে উঠে রাথরুমে যাওয়ার সময় দেখতে পান বাড়ির মধ্যে পশ্চিমপাশের গোয়াল ঘর ও খড়ির ঘরে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। তার ডাক-চিৎকারে স্থানীয়দের সহায়তায় ঘরের আগুন নিয়ন্ত্রণ আনেন। এতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগি মো. ইয়াসিন আলী দাবি করেন।


লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।