lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-24T10:09:00Z
সারাদেশ

জাতীয় শিক্ষা সপ্তাহে অধ্যক্ষ সুরাইয়া সুলতানার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হবার গৌরব অর্জন

Advertisement


এস এম আদনান উদ্দিন : 


২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে পাবনা সদর উপজেলা ও পাবনা জেলার পক্ষ থেকে ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষকে এ বছরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে উপজেলা ও জেলা প্রশাসন এবং শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিত করা হয়। সে লক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পাবনার জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 


তিনি ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান প্রধান হিসেবে দক্ষতা ও আন্তরিকতার সাথে দীর্ঘদিন যাবত ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং প্রতিষ্ঠানকে একটি ডিজিটাল প্রতিষ্ঠানে পরিনত করতে সক্ষম হয়েছেন। প্রতিষ্ঠানের ১৫ টি কক্ষে স্মার্ট বোর্ডের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস চালু রেখেছেন এবং তিনটি বিটিসিএল এর লাইনের কানেক্টিভিটির মাধ্যমে সম্পূর্ণ প্রতিষ্ঠান ওয়াইফাই কানেকশনের আওতায় রেখেছেন দীর্ঘদিন যাবত। ৬৪ টি সিসি ক্যামেরার সাহায্যে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা ও সুবিধা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছেন। তাঁর স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের চিন্তাকে প্রাতিষ্ঠানিক রুপ দেবার লক্ষে স্মার্ট প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এজন্য  শিক্ষার্থীরা যাতে স্মার্ট দেশপ্রেমিক  নাগরিক হিসেবে তৈরি হতে পারে সে জন্য তিনি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের বলিষ্ঠ  সহযোগিতা কামনা করছেন। ইমাম গাযযালী ট্রাষ্ট ও ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্যদের সহযোগিতা ও পরামর্শ পূর্বের ন্যায় পাবেন বলে আশা করছেন। তাঁকে এ মর্যাদাপূর্ণ সম্মানে সম্মানিত করায় তিনি স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান। তিনি সকলের নিকট দোয়া চান যাতে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর আরও সাফল্য আনা সম্ভব হয় এবং একঝাঁক মানবিক ও দেশ প্রেমিক  শিক্ষার্থী তৈরি করতে সক্ষম হন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।