lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-24T12:24:04Z
সারাদেশ

উলিপুরে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারির বিরুদ্ধে টিসিবির কার্ড হাতিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ

Advertisement


মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ


কুড়িগ্রামের উলিপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ৬শত কার্ড নিয়ে লাপাত্তা ধামশ্রেনি ইউপির হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন ওই ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম।


অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধামশ্রেনি ইউনিয়ন পরিষদে হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত নতুন অনন্তপুর আকন্দপাড়া গ্রামের কাজল সরকারের ছেলে হাসান ইমাম সোহাগ। তিনি অনিয়মিত অফিস করার কারণে একাধিকবার তার কাছে কৈফিয়ত চান পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এমতাবস্থায় ইউনিয়নে টিসিবির সুবিধাভোগীর ৬ শতাধিক কার্ড অন লাইন করার কথা বলে হাতিয়ে নিয়ে ১৮ আগস্ট শুক্রবার থেকে আর পরিষদে আসেনি। এমনকি তার মুঠোফোনে কল করলেও সেই কল রিসিভ না করে লাপাত্তা হয়ে আছে। বিষয়টি জানিয়ে ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম ১৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর হাসান ইমাম সোহাগের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মূলত চেয়ারম্যান নিজের বাড়িতে পরিষদ সংক্রান্ত কার্যক্রম করার কারণে এলাকাবাসী তার প্রতি ক্ষুব্ধ। তিনি নিজের দোষ আড়াল করতে আমার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। উলিপুরের সহকারী কমিশনার (ভুমি) কাজী মাহমুদুর রহমান জানান, ইউএনও স্যার ছুটি থেকে আসার পর বিষয়টি দেখবেন।