lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-20T10:01:48Z
শিক্ষা

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সালথায় শ্রেষ্ঠ সভাপতি মোশাররফ

Advertisement


বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:


ফরিদপুরের সালথায় প্রাথমিকে উপজেলা পর্যায়ে বিদ্যালয় ম্যনেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মোঃ মোশাররফ হোসেন তালুকদার।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ প্রদান উপলক্ষে সালথা উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতার চুড়ান্ত তালিকায় উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান সাক্ষরিত পত্রে মোঃ মোশাররফ তালুকদার কে সালথা উপজেলার প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়েছে।

শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মোঃ মোশাররফ তালুকদার বলেন, এর আগেও আমি শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছি। আমার এ প্রাপ্তি আমি আমার কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষার্থীদের কে উসর্গ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই ধারাবাহীকতা বজায় রাখতে পারি। আমি আমার শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রী ও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।