lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-21T04:52:12Z
আইন ও অপরাধসারাদেশ

মাদারগঞ্জে টাকা না দেওয়ায় গৃহবধুর কান ছিঁড়ে দুল নিলেন পাওনাদার নারী

Advertisement


আকন্দ সোহাগ


জামালপুরের মাদারগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় মর্জিনা নামে এক গৃহবধূর কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে গেছে এক পাওনাদার নারী। এ ঘটনায় বুধবার মাদারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, মাদারগঞ্জ শহরের গাবেরগ্রাম এলাকার জিয়াউল হকের স্ত্রী একই গ্ৰামের রুস্তম আলীর স্ত্রী শাহানা বেগমের কাছ থেকে ৩ বছর আগে ৫০ হাজার টাকা লাভের ওপর ধার নেয়। ইতোমধ্যে মর্জিনা বেগম ৪০ হাজার টাকা পরিশোধ করেছেন। বাকি ১০ হাজার টাকার জন্য মঙ্গলবার শাহানা বেগম মর্জিনার বাড়িতে গেলে মর্জিনা টাকা দিতে আরও দুই দিন দেরি হবে বলে জানান। এ সময় শাহানা বেগম পেছন থেকে মর্জিনার দুই কানের দুল ধরে টান দিলে কান ছিঁড়ে মর্জিনার স্বর্ণের দুল শাহানার হতে আসে। এতে মর্জিনা বেগম  গুরুতর আহত হোন। পরে স্বজনরা তাকে মাদারগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে  নিলে চিকিৎসকরা তার দুই কানে ৬টি সেলাই দেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে মর্জিনা বেগম এখন বাড়িতে অবস্থান করছেন। এ ব্যাপারে অভিযুক্ত শাহানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন,এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।