lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-21T04:54:58Z
আইন ও অপরাধ

গোহালাকান্দা ফকির বাড়ি পারিবারিক গোরস্থান থেকে ৬টি লাশ চুরি

Advertisement


মোঃ মোরসালিন বিশেষ প্রতিনিধি :


ময়মনসিংহ নেত্রকোনা হাইওয়ে রাস্তার পাশে পূর্বধলা থানার গোহালাকান্দা ফকির বাড়ি পারিবারিক গোরস্থান থেকে ৬ টি লাশ চুরি।২০ সেপ্টেম্বর ভোররাতে এই চুরির ঘটনা হয়েছে বলে স্থানীয়রা জানান। গোহলাকান্দা গ্রামের মোঃ আব্দুর রাশিদ আমাদেরকে জানান গতকাল ভোররাতে যখন বৃষ্টি হচ্ছিলো তখন এই ঘটনাটি হয়েছে। গোরস্থানের রাস্তার ওপাশেই আমার বাড়ি, ফজরের নামাজের পর আমরা বুঝতে পারি এই গোরস্থান থেকে চারটি লাশ চুরি হয়েছে । গোহালাকান্দা গ্রামের মোঃ মঞ্জু ফকির বলেন এই গোরস্থান থেকে চারটি লাশ চুরি হয়েছে, তার মধ্যে আমার মায়ের লাশটিও চুরি হয়েছে। এর আগেও এই গোরস্থান থেকে দুইটি লাশ চুরি হয়েছে। এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন আমরা কোন অভিযোগ পাইনি এখন পর্যন্ত, শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের দায়িত্ব থাকা ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব।