lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-18T09:49:33Z
আইন ও অপরাধ

ঝিকরগাছায় এসিড নিক্ষেপের সাড়ে তিন বছর পর আসামী গ্রেফতার

Advertisement

জহিরুল ইসলাম যশোর সংবাদদাতা 

যশোরের ঝিকরগাছা উপজেলায় এসিড নিক্ষেপের সাড়ে তিন বছর আসামী গ্রেফতার হয়েছে। অভিযুক্ত আসামী দীর্ঘদিন পালিয়ে থাকার পরে বাড়িতে আসলে গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানার এসআই মোঃ মেসবাহুর রহমান তার বাড়িতে অভিযান চালিয়ে, একটি পরিত্যক্ত গোয়াল ঘর থেকে তাকে গ্রেফতার করেন। অভিযুক্ত ইলিয়াস হোসেন ঝিকরগাছা উপজেলার নওদাপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়,  ২০২০ সালের ১২ জুলাই সাবেক স্বামী ইলিয়াস হোসেনের ছোড়া এসিডে লাউজানি গ্রামের বাসিন্দা চাতাল শ্রমিক রিনা বেগম (৪০) দগ্ধ হন। ঐ ঘটনায়  ২০০২ সালের এসিড অপরাধ আইন -খ, ক ধারায় একটি মামলা হয়, মামলা নং৫, তারিখ ১২/৭/২০২৩,

ঐ মামলার একমাত্র আসামী মোঃ ইলিয়াস হোসেন ঘটনার পর থেকে পলাতক ছিলেন, অবশেষে সাড়ে তিন বছর পর ঝিকরগাছা থানা পুলিশ ইলিয়াস হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঝিকরগাছা থানার এসআই মেসবাহুর রহমান জানান দীর্ঘদিন ধরে আসামী ইলিয়াসকে ধরার চেষ্টা করে যাচ্ছি,  অবশেষে তাকে গ্রেফতারে সক্ষম হয়েছি।তাকে খুব দ্রুত আদালতে প্রেরণ করা হবে।