lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-20T11:36:49Z
জাতীয়

ডিজিটাল মার্কেটিং, আইটি সেবা ও হ্যাকিং প্রতিরোধে কাজ করছেন শাহ কামাল

Advertisement


মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক:



পৃথিবীতে এখন তথ্য প্রযুক্তির যুগ চলছে। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে কেউ করছেন ডিজিটাল মার্কেটিং, কেউ দিচ্ছেন আইটি সেবা আবার কেউ হ্যাকিং এর মত খারাপ কাজে লিপ্ত হচ্ছেন। তথ্য প্রযুক্তির জগৎ যত বিস্তার লাভ করছে ততই বাড়ছে  হ্যাকিং এর মাধ্যমে একজনের তথ্য আর একজনে হাতিয়ে নেয়ার মত অপরাধ।


বর্তমানে বাংলাদেশেও তথ্যপ্রযুক্তির নেটওয়ার্ক থেকে পিছিয়ে নেই। বাংলাদেশের সফল  তরুণ  উদ্যোক্তা মোঃ  শাহকামাল অনলাইন প্লাটফর্মে বেশ কিছুদিন ধরেই জনসাধারণকে আইটি সেবা দিয়ে যাচ্ছেন এসকে ডিজিটাল এজেন্সির  মাধ্যমে। 


ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল পোস্ট এর প্রতিনিধি মাহতাবুর রহমানের ফেসবুক একাউন্ট হ্যাকিং এর শিকার হলে মাহতাবুর রহমান এক গণমাধ্যমকর্মীর মাধ্যমে শাহ কামালের সন্ধান পান। শাহ কামাল অতি দক্ষতার সাথে হ্যাক হয়ে যাওয়া ফেসবুক একাউন্ট ফিরিয়ে আনতে সক্ষম হন। 


শাহ কামালের সাথে কথা বলে জানা যায় চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় ২০০০ সালে জন্মগ্রহণ করেন কামাল । তিনি ডিপ্লোমা ইন সিভিল  ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। বর্তমানে তিনি এসকে ডিজিটাল এজেন্সির মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এবং আইটি সেবা দিয়ে যাচ্ছেন পাশাপাশি  সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি করছেন।


শাহ কামালের কাছে প্রশ্ন করা হয় ডিজিটাল মার্কেটিং, আইটি সেবা ও হ্যাকিং প্রতিরোধে মানুষের কাছে এত জনপ্রিয় হলেন কি করে? 

এই প্রশ্নের উত্তরে শাহ কামাল বলেন, বাংলাদেশের জনপ্রিয় আইটি সেবার প্রতিষ্ঠান এসকে ডিজিটাল এজেন্সির মাধ্যমে অসংখ্য সাধারণ মানুষদের পাশাপাশি বিভিন্ন সেলেব্রিটিদের আইটি সাপোর্ট দিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে। আমি বাংলাদেশের ইসলামিক স্কলার, খেলোয়াড়, অভিনেতা অভিনেত্রী এবং মিডিয়া ব্যক্তিদের  সাইবার নিরাপত্তা বিষয়ে সাপোর্ট প্রদান করি এবং মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করে যাচ্ছি।  বাংলাদেশের অসংখ্য মিডিয়া ব্যক্তিদের হ্যাকড  একাউন্ট, পেইজ, এবং অন্যান্য সোশ্যাল সাইট হ্যাকারদের হাত থেকে রক্ষা করে সিকিউরিটি প্রদান করে দিয়েছি। তাছাড়া গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডিজাইন,  সোস্যাল মিডিয়ার সিকিউরিটি প্রদানসহ বিভিন্নরকম সেবা দিয়ে যাচ্ছি এসকে ডিজিটাল এজেন্সির মাধ্যমে। আমি জনপ্রিয় কিনা জানিনা তবে মানুষ আমার সেবা পছন্দ করে এবং আমাকে বিশ্বাস করে এটাই আমার সর্বোচ্চ প্রাপ্তি। 


এই আইটি সেক্টর নিয়ে শাহ কামালের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি চাই আইটি সেক্টরটা নিরাপদ থাকুক এবং সেই লক্ষ্যে আমি একটা আইটি কোম্পানি গড়ে তুলতে চাই। আমি চাই বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলের সাইবার নিরাপত্তা জোরদার করতে। সকল মানুষের সাইবার নিরাপত্তার জন্য আমি একটি শক্ত নেটওয়ার্ক গড়ে তুলতে চাই।