lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-24T06:06:41Z
আইন ও অপরাধ

ঝিকরগাছায় আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক

Advertisement

 

জহিরুল ইসলাম,যশোর সংবাদদাতা:


যশোরের ঝিকরগাছা উপজেলায় অচেতন করে দুধর্ষ চুরির ঘটনার মালামাল ও ঘরভাঙ্গার সরঞ্জাম সহ দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। 


আটককৃত আসামিরা হলেন, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার পশ্চিম পাইকড়া গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে,  বর্তমান যশোর জেলার পুলেরহাট মন্ডলগাতি আঃ মজিদের বাড়ির ভাড়াটিয়া মোঃ রাজু গাজী (৩৫) ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার তেতুলিয়া পূর্বপাড়া গ্রামের মোঃ করিম বিশ্বাসের ছেলে মোঃ মিজানুর রহমান (২৫)।

 

সম্প্রতি ১০ আগস্ট ঝিকরগাছা উপজেলার পটুয়াপাড়া গ্রামের আশিকুলের বাড়িতে অজ্ঞাতনামা চোর চক্র খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন করে ঘর থেকে ১ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা ও একটি ডিসকাভার মোটরসাইকেল চুরির পর আশিকুল বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করেন।


ডিবির এলআইসি টিমের এসআই মফিজুল ইসলাম  পিপিএম,  শফি আহম্মেদ রিয়েল কনস্টেবল আব্দুল বাতেন ও ঝিকরগাছা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই বখতিয়ার আলীর সমন্বয়ে একটি টিম ২২ সেপ্টেম্বর যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি চোর চক্রের ২ সদস্যকে আটক করে,  ১ ভরি ১ আনা স্বর্ণালংকার, ১টি মোবাইল ফোন সহ চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করে। প্রাথামিক জিজ্ঞাসাবাদে ও আসামিদের পিসি/পিআর যাচাইয়ের মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিন জানান  তারা আন্তঃ জেলা গৃহ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা চেতনা নাশক ঔষধের গুড়া খাদ্য দ্রব্যে মিশিয়ে অচেতন করে বিভিন্ন এলাকায় চুরির কার্যক্রম পরিচালনা করতো। তাদের বিরুদ্ধে খুলনা বিভাগের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা আছে। 


গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সালমান আহমেদ শুভ'র আদালতে আসামি রাজু গাজী দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।