lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-22T07:58:36Z
আইন ও অপরাধ

মাদারগঞ্জে অধিক দামে আলু ও পেঁয়াজ বিক্রি ৪ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা

Advertisement


আকন্দ সোহাগ


জামালপুরের মাদারগঞ্জে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে আলু,পেঁয়াজ ও ডিম  বিক্রি করার অপরাধে ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার ( ২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের নেতৃত্বে ও মডেল থানা পুলিশের সহযোগিতায় শহরের বালিজুড়ি বাজারে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ খুচরা ও ২ পাইকারি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল বলেন,সরকার কর্তৃক নির্ধারিত আলু,পেয়াঁজ ও ডিমের দাম বাস্তবায়নের অংশ হিসেবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সতর্কতা হিসেবে ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলামসহ মডেল থানা পুলিশের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।