lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-25T05:09:53Z
রাজনীতি

দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক পরিশ্রমের মুল্যায়ন চান সেলিম মিয়া

Advertisement


নিজস্ব প্রতিবেদক:-


দীর্ঘ ৩০ বছর ধরে আওয়ামী লীগের  বিভিন্ন রাজনৈতিক সংগ্রাম ও আন্দোলনে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে চলেছেন সেলিম মিয়া।  পদ-পদবীর চিন্তা না করে দলের প্রয়োজনে রাজপথে রেখেছেন সক্রিয় ভুমিকা। খেয়েছেন রাজনৈতিক মামলা,  জেল খাটা সহ সহ্য করেছেন বিএনপি জামাতের নির্যাতন। দীর্ঘ রাজনৈতিক পরিশ্রমের মূল্যায়ন হিসেবে তিনি হতে চান আমিনপুর থানা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক,   ইতিমধ্যেই পাবনা জেলা আওয়ামী যুবলীগের দ্বায়িত্ব প্রাপ্ত নেতাকর্মীদের নিকট জমা দিয়েছেন জীবন বৃত্তান্ত। 


সেলিম মিয়ার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। তার চাচা আব্দুল বারেক মোল্লা জাতসাখিনী ইউনিয়নাধীন ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের তিনবার নির্বাচিত সভাপতি। তার মামা রবিউল ইসলাম টিপু কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। তার পিতা মরহুম আব্দুস সাত্তার মিয়া স্বাধীনতা পুর্ব সময়ে নগরবাড়ি ঘাট এলাকার প্রতিষ্ঠিত ও সম্ভ্রান্ত ব্যবসায়ী যিনি স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণকারী বীরমুক্তিযোদ্ধা দের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন।


১৯৯৪ সালে সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় ছাত্র রাজনীতিতে যোগদান করেন তিনি। ১৯৯৬ সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে  কাশিনাথপুর আব্দুল উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের ব্যানারে  রাজপথে রেখেছেন গুরুত্বপূর্ণ ভুমিকা। ২০০১ সালে জামাত বিএনপির জোট সরকার গঠন করলে তার উপরে নেমে আসে অসহনীয় নির্যাতন,  শুরু হয় রাজনৈতিক মামলা ও জেল- জুলুম। ২০০৬ সালের লগি- বৈঠার আন্দোলনে অত্র এলাকা থেকে যারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন তার মধ্যে অন্যতম নাম এই সেলিম মিয়া। কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ২০০৮ সালের ২৯ শে ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেও দীর্ঘ সাড়ে ১৪ বছরের শাসনামলে উপেক্ষিত তিনি। তবুও সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আজও তিনি রাজপথে অবিচল। নিজের অসামান্য রাজনৈতিক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরুপ আমিনপুর থানা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক হতে চান তিনি।


পেশাগত জীবনে সেলিম মিয়া একজন ব্যবসায়ী। তিনি কাশিনাথপুর মার্কেট মালিক সমিতির কার্যকরী সদস্য। ব্যক্তি জীবনে তিনি একজন ধর্মানুরাগী, সামাজিক ও সেচ্ছাসেবী মানুষ হিসেবে পরিচিত। যেকারনে তিনি পেয়েছেন হোসাইন ইবনে আলী (রা:) জামে মসজিদের সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব। এছাড়াও তিনি সেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর পাবনা- সিরাজগঞ্জ ফেইথ ফরমেশনের কার্যকরী সদস্য। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মহামারি সংকটে সাধারণ মানুষের পাশে সাহায্য - সহযোগিতার হাত প্রসারিত করে তিনি অর্জন করেছেই এই সেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব। সর্বশেষ করোনা মহামারিতে তার ভুমিকা ছিল প্রশংসনীয়। 


দীর্ঘদিনের ত্যাগী ও পরিশ্রমী কর্মী সেলিম মিয়া বলেন, অনেক খেটেছি, আন্দোলন - সংগ্রাম করেছি,জেল -জুলুম নির্যাতন সহ্য করেছি। কোনদিন কিছু চাই নি,  আশা করছি দল আমার রাজনৈতিক কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়ন করবে। নিজে মুল্যায়িত হলে মাদক মুক্ত, স্বচ্ছ ও পরিচ্ছন্ন আওয়ামী যুবলীগ গড়ে তোলার অঙ্গিকার করেন তিনি।