lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-19T08:52:17Z
আইন ও অপরাধ

শেরপুর ঝিনাইগাতীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ২

Advertisement

মোঃ আরিফুল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধঃ

গত ১৮/০৯/২০২৩ ইং তারিখে রোজ সোমবার  উপজেলা প্রশাসন, ঝিনাইগাতী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,শেরপুর  এর যৌথ মাদকবিরোধী অভিযানে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও এ‌ক্সিকি‌উটিভ ম‌্যা‌জি‌স্ট্রেট, জনাব মোঃ ফারুক আল-মাসুদ এর নেতৃর্ত্বে গঠিত একটি রেইডিং টিম ঝিনাইগাতী থানাধীন শালচুড়া এবং খৈলকুড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি ১. মোঃ রতন মিয়া (২৯) কে হেরোইন সহ আটক করা হয় এবং ২. মোঃ মতিন মিয়া (৩৫) কে গাঁজা সহ আটক করা হয়। তারপর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত আসামীদের কে মোবাইল কোর্টের মাধ্যমে ভিন্ন মেয়াদে  কারাদণ্ড ও জরিমানা করে এবং জেলা কারাগার, শেরপুরে প্রেরণ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর এর পরিদর্শক জনাব মোঃ এনামুল হক এবং উপপরিদর্শক জনাব মোঃ জসীম উদ্দিন উক্ত মোবাইল কোর্টের প্রসিকিউশন দাখিল করেন।১. রতন মিয়া (২৯) পিতা: মোঃ রফিক ইসলাম গ্রাম শালচুড়া, ইউপি নলকুড়া, হিরোইন সহ আটক করা হয় এবং অতঃপর ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- টাকা অর্থদণ্ড,২. মোঃ মতিন মিয়া (৩৫) পিতা মৃত আমেছ উদ্দিন গ্রাম খৈলকুড়া ঝিনাইগাতী সদর গাঁজা সহ আটক করা হয় অতঃপর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করেন