Advertisement
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে ৩শ পিচ ইয়াবাসহ মামুন অর রশিদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) ভোরে উপজেলার মনিহারপুর গ্রাম থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের গাজীউর রহমানের ছেলে।
লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনিহারপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩শ পিচ ইয়াবাসহ মামুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।