lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-23T08:49:50Z
জাতীয়

সিএনজি ব্যাটারিচালিত অটোরিকশার দখলে মহাসড়ক

Advertisement


হৃদয় হোসাইন,বেড়া(পাবনা):


পাবনার ঢাকা-পাবনা মহাসড়কের অন্যতম ব্যস্ত বাস স্ট্যান্ড সি এন্ড বি স্ট্যান্ড। সাঁথিয়া বেড়া দুই উপজেলার সিমান্ত এলাকা এটি। এ মহাসড়কে দুই সারিতে রাখা হয়েছে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা সি এনজি। মহাসড়ক দখল করে বানিয়েছে নিজস্ব অস্থায়ী স্ট্যান্ড। এতে করে সৃষ্টি হয় যানজট। অন্যদিকে লেগুনাও ইচ্ছে মতো চলাচল করছে। মন্ত্রী,সচিব,আমলা ভি আই পির আগমন ছাড়া সি এন্ড বি বাসস্ট্যান্ড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নেই। মহাসড়কে তিন চাকার ব্যাটারীচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মানছে না কেউই। ভোগান্তিতে পড়ছে দূরপাল্লার যানবাহন ও পথচারীরা। অস্থায়ী স্ট্যান্ড বানিয়ে সড়কের দুই পাশে কয়েক শত অটো রিকশা সিএনজি যাত্রীর অপেক্ষায় এলোমেলো দাঁড়িয়ে থাকার কারণে পায়ে হেঁটে  চলচলে ব্যাঘাত ঘটছে। অপাপ্তবয়স্ক চালক নিয়ে আতঙ্কে আছেন যাত্রীরা। মহাসড়ক ব্যাবহার করে এসব ব্যাটারি চালিত যানবাহন সি এন্ড বি হতে চাকলা,শহীদনগর,কাশিনাথপুর নগরবাড়ী,পাবনা অপর দিকে শরিষা পাঠগাড়ী,বাঘাবাড়ি শাহজাদপুর সিরাজগঞ্জ চলাচল করেন। সি এন্ড বি থেকে বেড়া বাজার ডাকবাংলো ঘাট পযন্ত ব্যাটারি চালিত অটোর সংখ্যা বেড়েই চলছে। লেগে থাকা যানজটের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী বহন করা জরুরী পরিবহন গুলো সহজে চলাচল করতে পারে না। এ কারণে অনেকে বিকল্প সড়ক ব্যবহার করেন। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি,পৌরসভা,ভ্যানচালক ইউনিয়ন নেতাদেরও কোন ভূমিকা নেই। স্ট্যান্ডের দুই পাশে দুটি যাত্রী ছাউনির বর্তমান জরাজীর্ণ অবস্থা। সচেতন মহলের ধারণা পেশাদার চালকদের প্রশিক্ষণ ও সবার সহযোগিতা ও সচেতনতার মধ্যে দিয়ে গড়ে তোলা যাবে নিরাপদ চলাচল উপযোগী সড়ক। স্থানীয় পথচারীরা বলেন, এমন ভাবে ব্যাটারি চালিত ভ্যান রিক্সা স্ট্যান্ড করা থাকে মাঝে মধ্যে নিজেরা নিজেরাই জামেলা করে। আমরা পথচারীরা আর কি বলবো। রাস্তার এমন অবস্থা করে রাখে পায়ে হেটে চলাচলের অনুপযোগী। গাড়ি রাখার কারণে অন্য গাড়ির সাথে প্রতিনিয়ত ধাক্কা লাগছে। বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও জরুরি পরিবহন গুলো চলাচলের ক্ষেত্রে অনেক সময় ভোগান্তির সৃষ্টি হয়। অবাপ্তবয়স্ক চালক এবং অতি পরিমাণের ভ্যান রিকশার মাঝে মোটরসাইকেল বেপরোয়া গতি যখন তখন ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রশাসনের এখনই চালকদের সচেতন করার মধ্য দিয়ে শৃঙ্খলার আওতায় আনা দরকার। এ বিষয় আরো জানতে মাথপুর হাইওয়ে পুলিশ ইনর্চাজ এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।