Advertisement
মোঃ মোরসালিন ময়মনসিংহ গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত উদযাপন সম্পন্ন হয়েছে। দিবসটি উপলক্ষে ২৩ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ৯:৩০ মিনিটে গৌরীপুর নরোত্তম সংঘের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফৌজিয়া নাজনীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, গৌরীপুর নরোত্তম সংঘের কমিটির সভাপতি সুবল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র দাস, আরো উপস্থিত ছিলো,গৌরীপুর উপজেলার পরিষদের কর্মকর্তা সহ থানার আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক ১৫ দিন পর গৌরীপুর নরোত্তম সংঘের উদ্যোগে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত অনুষ্ঠান পালিত হচ্ছে । চার দিনব্যাপী এই অনুষ্ঠানের জন্য উপজেলা প্রশাসন থেকে সব রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে।
২৪ সেপ্টেম্বর শ্রীমন্তহাপ্রভূর ভোগ হারাধন, মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।