Advertisement
মোঃ মোরসালিন ময়মনসিংহ, গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারের পশ্চিম মইলাকান্দা গ্রামের সন্তান মোঃ সাইফুল ইসলাম, চেষ্টা আর অদম্য সাহস মনে রেখে প্রত্যন্ত গ্রাম থেকেও একজন সফল উদ্যোক্তা হওয়া যায় সেটারই প্রমাণ দিলেন মোঃ সাইফুল ইসলাম, জন্ম ১৯৫২সালে পশ্চিম মইলাকান্দা গ্রামে, পিতা মোঃ আলী হোসেন কারী, মোঃ সাইফুল ইসলাম বলেন,১৯৯৪ সালে আমি ফরেন জব করি পানি উন্নয়ন বোর্ডে , তারপরে একমি কোম্পানিতে চাকরি করি ৩ বছর। তখন থেকেই আমার ইচ্ছে নিজের পরিকল্পনায় কোন কিছু করব, তারপর ঢাকা শহরের ভিতরে রসনা বিলাস নামে একটি পাসপোর্টের খাবারের দোকান দিলাম, দোকান আমার খুব ভালোই চলতো, প্রতিমাসে ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ ফ্যামিলির খরচ সবকিছুই বাদ দিয়েই মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আমার সঞ্চয় থাকতো। আমার জীবনে কঠিন সময় নেমে আসে ২০১৯ সালে, সারাদেশে করুনার কারণে আমার হোটেল ব্যবসা বন্ধ হয়ে যায়, আমি চলে আসি গ্রামের বাড়িতে, দীর্ঘদিন বাড়িতে বসে আমি চিন্তা ভাবনা করি কি করা যায়, প্রথমে ছোট আকারে ৫০০ মুরগির লেয়ার শুরু করি এবং সফল হই, তারপর আমি নিজে জায়গা কিনলাম, এবং সেই জায়গার উপরে দুইটি মুরগির খামারের ঘর তৈরি করলাম, বর্তমানে আমার লেয়ারে এক হাজারের উপরে মুরগি আছে। এবং প্রতিদিন ৯৫০ থেকে ৯৬০ টি ডিম পায় এবং বাজার মূল্যও খুব ভালো পাচ্ছি, লেয়ার মুরগি থেকে আমি নিজস্বভাবেই বায়ুগ্যাস উৎপাদন করি , এবং ছয়টি পরিবার এই গ্যাস ব্যবহার করে থাকে।খামারের পাশেই আমার ফিসারি আছে এবং এই ফিশারিতেও পাঁচ থেকে ছয় লক্ষ মাছ আছে।, আমার এই প্রজেক্টে ৬ থেকে ৭ জন মানুষের কর্মসংস্থান হয়েছে। আমি যদি সরকারি সাহায্যে সহযোগিতা পায় তাহলে এই প্রজেক্ট আরো বড় করব এবং এখানে আরো অনেক লোকের কর্মসংস্থান হবে বলে আমি আশা করি।