lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-21T04:23:45Z
জাতীয়সারাদেশ

বেড়ায় রাস্তায় দীর্ঘদিন জলাবদ্ধতা দুর্ভোগে মানুষ

Advertisement



হৃদয় হোসাইন,বেড়া(পাবনা) 


পাবনার বেড়া পৌরসভার ৮নং ওয়ার্ড সানিলা গ্রামের দুইটি পাকা রাস্তা ভেঙে গর্ত ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সিএনজি-অটোরিকশা ভ্যানসহ ছোট ছোট পরিবহন চালক,চলাচলকারী পথচারী ও এলাকাবাসী। সরেজমিন দেখা যায়, মহল্লার দায়েন এর দোকান থেকে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বরকত আলম এর বাড়ির মোড় পর্যন্ত পাকা রাস্তাটি ভেঙে বিভিন্ন জায়গায় ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এ ছাড়া বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ জলাবদ্ধতার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।অপর পাশের আরো একটি সড়কের এমনি বেহাল অবস্থা। এমন দুর্ভোগ সাথে নিয়েই বসবাস করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এ ছাড়া এ রাস্তা দিয়ে সিএন্ড বি চতুর বাজার,সানিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,একাধিক কিন্ডারগার্টেন স্কুল ও সানিলা ক্যাডেট মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী যাতায়াত করতেন। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটি জলাবদ্ধ থাকার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এই রাস্তা দিয়ে যেতে পারছে না শিক্ষার্থীরা। 


দ্রুত এ রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা বলেন বর্ষা মৌসুম নয় সারা বছর মহল্লার এই রাস্তা দুইটি চলাচলের অনুপযোগী থাকে।জনপ্রতিনিধি সহ কারো নজর নাই এদিকে। অনেক দিন পূর্বে সংস্কার করা হয়েছিলো। জলাবদ্ধতা দেখে মনে হয় না এটি একসময় চলাচলের রাস্তা ছিলো। আমরা চাই তারাতাড়ি রাস্তাটি সংস্কার করে ভোগান্তি দূর করা হোক।


 এ বিষয় প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিল রাইসুল ইসলাম তারেক বলেন, মাটি ওঠা পযন্ত অপেক্ষা করতে হবে ঔই এলাকার মানুষের। দায়েন এর দোকান থেকে বরাবর কবর স্থান, ওদিকে বরকত এর বাড়ি হতে আল-আমিনদের বাড়ি পযন্ত মাটি ফেলে রাস্তা উচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলাচলকারীদের যাতে পানিতে কষ্ট না হয়। রাস্তার খুবই বেহাল দশা আমিও জানি। মেয়র মহোদয়ের ও মাথায় আছে খুব স্বল্প সময়ের মধ্যে কাজ হবে।