Advertisement
মাহমুদ হাসান মাসুদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে সড়ক হতে তিন কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আঃ হাকিম সিকদার (২৬) সোনাকুড় গ্রামের মৃত: হানিফ সিকদারের পুত্র।
২৩ সেপ্টেম্বর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বেদগ্রাম ঢাকা-খুলনা মহাসড়কের বরকতের স-মিলের সামনের পাকা রাস্তার উপর থেকে তল্লাশি করে মাদকদ্রব্য সহ তাকে গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান এবং অচিরেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।