lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-20T11:15:35Z
আইন ও অপরাধ

মান্দায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Advertisement

নিজস্ব প্রতিবেদক মান্দা:




নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার ঋষি পল্লী ও মহানগর গ্রামে অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে চোলাইমদ ও হেরোইনসহ তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মহানগর গ্রামের মৃত আব্বাস উদ্দিন মন্ডলের ছেলে আলাউদ্দিন মন্ডল ওরফে আলা (৫২) ও জোতবাজার ঋষি পল্লীর লবা ঋষির মেয়ে গায়েত্রি ঋষি (৩৫)। এদের মধ্যে আলার কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন ও গায়েত্রি ঋষির কাছ থেকে ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গায়েত্রি ঋষিকে ৬ মাসের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রেপ্তার আলাউদ্দিন আলার বিরুদ্ধে মান্দা থানা মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। 

নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গ্রামে অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইনসহ আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এর পর জোতবাজার ঋষি পল্লীতে অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদ একই পল্লীর অজিত ঋষির বাড়ি থেকে ১০ লিটার চোলাইমদ ও ২০০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। পরে মদ তৈরি উপকরণগুলো সেখানেই ধংস করে দেওয়া হয়েছে।

পরিদর্শক খলিলুর রহমান আরও বলেন, অভিযানের সময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু ঋষি পল্লীতে উপস্থিত থেকে গায়েত্রি ঋষিকে ৬ মাসের কারাদ-সহ ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেন। অন্যদিকে অজিত ঋষি ও তার স্ত্রী তারা রানী ঋষিসহ আলাউদ্দিনের বিরুদ্ধে মান্দা থানা পৃথদ দুটি মামলা করা হয়েছে।