lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-20T03:22:53Z
শিক্ষা

ইউজিসির গবেষণা অনুদান পেলেন পাবিপ্রবির আরো ২ শিক্ষক

Advertisement


 

নাজমুল ইসলাম,পাবিপ্রবি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের একই বিভাগের দুই শিক্ষক। তারা হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মো. আবদুল্লাহ আল মামুন  এবং  একই বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মাসুদ রানা।



মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা যায়। তথ্যমতে প্রত্যেক গবেষক তিন লক্ষ টাকা করে বরাদ্দ পাবেন। 



ইউজিসির ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে,"Exploring the opportunities,challenges and future  of Implementing Block chain technologies in the

Banking Sector in Bangladesh "-শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন ড. মো. আবদুল্লাহ আল মামুন এবং " Investigating the Feasibility of Decentralized Finance (DeFi) Platforms as a Replacement for Traditional Financial Services"-শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন ড. মাসুদ রানা ।



ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তা ও জ্ঞানচর্চার জায়গা। এখানে পড়াশোনার পাশাপাশি গবেষণাও চলবে। এটি পেয়ে আমি অনেক আনন্দিত। বিষয়টি একই সাথে আমার ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। সেই সাথে আমি আমার সহকর্মীদেরও অভিনন্দন জানাই যারা এটি পেয়েছেন। এর মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত সমৃদ্ধ হবে এবং বিশ্ববিদ্যালয়টি আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। 


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে মৌলিক গবেষণাকর্মে সহায়তা দানের জন্য রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের অধীনে কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিজনেস এডমিনিস্ট্রেশন উপ-শাখায়  দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মোট ২০ জন গবেষককে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। তাদের মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ জন গবেষক মনোনীত হয়েছেন। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিজ্ঞান শাখায় পাবিপ্রবির চারজন গবেষক এই অনুদান পেয়েছেন।