lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-24T13:28:52Z
আইন ও অপরাধ

এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দিলেন সাবেক ইউপি সদস্য

Advertisement


 

মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক: বরগুনা জেলার তালতলী উপজেলার শারিকখালি ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। তিন লক্ষ টাকার চাঁদা দাবীর মামলা তুলে না নিলে খলিলুর রহমান ও তার পরিবারকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি দিয়েছেন শারিকখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সেলিম মৃধা ও তার সহযোগীরা। রবিবার দুপুরে খলিলুর রহমান আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। দ্রুত তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের বাসিন্দা খলিলুর রহমান।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খলিলুর রহমান বলেন, প্রায় ৩৫ বছরে আগে কচুপাত্রা মৌজায় এক একর ৪১ শতাংশ জমিতে বসতভিটা নির্মাণ করে বসবাস করছি। ওই জমির মধ্যে ৩৪ শতাংশ জমি সাবেক ইউপি সদস্য সেলিম মৃধা, মস্তফা ফকির ও তার সহযোগীদের সাথে ওই সময় এ্যাওয়াজ বদল করা হয়। বর্তমানে ওই জমিতে আমার ছেলে রিয়াজ হোসেনের জন্য একটি টিন শেডের ঘর তুলতেছিলাম। গত ২ সেপ্টেম্বর সেলিম মৃধা, মস্তফা ফকির, জলিল মৃধা ও সোহেল মৃধাসহ ৭ জনে ওই জমিতে ঘর তুলতে আমার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবী করেন। আমি এ টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে ঘর তুললে বাঁধা দেয়। তাদের কারনে আমি আমার জমিতে ঘর তুলতে পারছি না। তারা আমাকে ও আমার পরিবারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমি ও আমার পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারছি না। নিরুপায় হয়ে আমি গত ২০ সেপ্টেম্বর বরগুনা দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করি। আদালতের বিচারক নাহিদ হোসেন তালতলী থানার ওসিকে ওই মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। কিন্তু আমি এখন মামলা করে আরো বিপাকে পরেছি। তারা আমাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। মামলা তুলে না নিলে আমাকে ও আমার পরিবারের সদস্য এবং ঘর বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান এসিড মেরে ঝলসে ফেলার হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে তারা আমার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি। 


এ বিষয়ে সাবেক ইউপি সদস্য সেলিম মৃধা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জমিতে খলিলুর রহমান ঘর তুলছেন। ওই ঘর তুলতে বাঁধা দিয়েছি মাত্র।


তালতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, মামলার নথিপত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। তিনি আরো বলেন, এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।