lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-21T14:45:46Z
আইন ও অপরাধ

ঝিনাইগাতীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার

Advertisement


মোঃ আরিফুল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি : 


শেরপুরের ঝিনাইগাতীতে  ১৫ পিস ইয়াবা সহ রফিকুল ইসলাম ওরফে রনি (৩৪)নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনি শেরপুর জেলা সদরের নাগপাড়া মহল্লার আবু বক্করের ছেলে। 


থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া'র নির্দেশে এসআই হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে নলকুড়া ইউনিয়নের পূর্ব রাংটিয়া বটতলী এলাকা থেকে ১৫ পিস ইয়াবা সহ রনিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করে যে, সে ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত। 


এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।