Advertisement
আছমা আক্তার আখি,পঞ্চগড় জেলা প্রতিনিধি:-পঞ্চগড় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পঞ্চগড় এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন এর সভাপত্বিতে পঞ্চগড় সদর উপজেলা নবনির্মিত হল রুমে মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বিকেল চারটা থেকে শুরু হয় সাংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পঞ্চগড় এস এম সিরাজুল হুদা (পিপিএম), পঞ্চগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজি আল তারিক,সহ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ।
এ সময় পঞ্চগড় সদর উপজেলার দশটি ইউনিয়নের প্রতিনিধিরা ডিজিটাল সেবা দানকারী কর্মকর্তারা, এই মেলায় অংশ নেন। তিন দিনব্যাপী এই মেলায় প্রথম স্থানে রয়েছে গরিনা বাড়ি, দ্বিতীয় স্থানে রয়েছে মাগুরা,ও তৃতীয় স্থানে রয়েছে হাড়িবাসা ইউনিয়ন পরিষদ, বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দরা।
অনুষ্ঠানে স্থানীয় সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাল, সকলের উদ্দেশ্যে বলেন উপজেলা ও জেলা পরিষদের জনপ্রতিনিধিরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, তাদের মাধ্যমে সরকারের উন্নয়নের কাজ বাস্তবায়িত হয় ও জনগণের দোরগোড়ায় পৌঁছায়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সকল প্রতিনিধিদের কে নিয়ে ঢাকায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন আমাদের স্থানীয় সরকার যদি শক্তিশালী হয় দেশের প্রান্তিক জনগণ তাদের যে সেবা দরকার এবং তাদের উন্নয়নে তাদের ভাগ্য পরিবর্তনে আমরা যে ডিজিটাল উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি এবং ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ করার আমাদের যে স্বপ্ন রয়েছে সেটিকেই বাস্তবায়ন করতে সবাইকেই একত্রিত হয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে আবারও আমরা সবাই একসাথে কাজ করব।
বিশেষ অতিথি পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম বলেন বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের মহাসর্গে যেভাবে এগিয়ে যাচ্ছে এটা ইনশাআল্লাহ চলমান থাকবে। আমাদের দেশ ইতি মধ্যে ডিজিটাল বাংলাদেশের রূপান্তরিত হয়েছে।
২০৪১ সালের মধ্যে আমাদের টার্গেট আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হব, বাংলাদেশে বর্তমান সরকার পুলিশ বাহিনীকে সব ধরনের সাপোর্ট করছে জঙ্গিবাদ, মাদক,ও জুয়া প্রতিরোধে পুলিশবাহিনী নিরলসভাবে কাজ করে চলেছে, দিনদিন মানুষের আস্থা পুলিশ উপর আরোও বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।