lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-23T13:09:12Z
সারাদেশ

মৃত্যুর তিন দিনের মধ্যে গ্রাহকের বিমার টাকা বুঝিয়ে দিল সন্ধানী লাইফ ইন্সুরেন্স

Advertisement


আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা  প্রতিনিধি


তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে শত ভাগ সততা ও নিষ্ঠার  সাথে কাজ করে চলেছে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর কর্মীরা।



আজ ২৩ সেপ্টেম্বর  সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড গ্রাহকের মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয় নওগাঁ মডেল শাখা অফিসে দূপুর ১ টার সময়। 


মৃত সাইদুর রহমান ৬ বছর পুর্বে  সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এ একটি ১৫ লাখ টাকার পলিসি গ্রহন করেছিলেন যার মেয়াদ ছিলো ১৫ বছর ৬ বছরে তার টাকা জমা হয় ৭ লাখ হঠাৎ গ্রাহক সাইদুর রহমান মারা যান ফলে ৩ দিনের ভিতরে তার নমিনি শম্পা বেগমকে  ১৯ লাখ ৫২ হাজার ৭৭ টাকার  চেক বুঝিয়ে দিলেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি।


চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান  মোস্তফা আল কামাল, 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেনারেল ম্যানেজার ও শাখা নির্বাহী  পঞ্চগড় সাখা কার্যালয় 

মোঃ রফিকুল ইসলাম, 

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন  ডিজিএম নওগাঁ মডেল শাখা অফিস মোঃ  সাব্বির আহমেদ।  



অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি মোঃ মোস্তফা আল কামাল ও বিশেষ অতিথি মোঃ রফিকুল ইসলাম তারা বলেন বীমা মানুষের জীবনের ঝুঁকি বহন করে, শেষ বয়সে সম্বল হিসেবে পাশে দাঁড়ায়, বীমার দারায় আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হই, তাই আমাদের সকলেরই একটি করে বীমা পলিসি গ্রহন করা দরকার । 


গ্রাহক মৃত সাইদুর রহমান এর স্ত্রী নমিনী  শম্পা বেগম বলেন চলে যায় তাকে তো ফিরে পাওয়া সম্ভব না  তবে আমার স্বামী সন্ধানী লাইফ ইন্সুরেন্স এ একটি বীমা ছিল যে আমি নিজেও জানতাম না, হঠাৎ  আমার স্বামী মারা যায় আমি দিশেহারা হয়ে যাই সন্তানদের নিয়ে কিভাবে চলবো এরই মধ্যে সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর কর্মীরা নিজেই  আমার সাথে যোগাযোগ করে বলে আমার স্বামী মৃত্যুর আগে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে একটি বীমা পলিসি করেছিল কারোরই নমিনি আমি, না কোম্পানির লোকজন ১৯ লাখ ৫২ হাজার ৭৭ টাকার একটি চেক আমার হাতে তুলে দেন। 

আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানির লিমিটেড এর কর্মকর্তাদেরকে  আমার পাওনা বুঝে দেওয়ার জন্য। 


আমি মনে করি সবারই দুঃসময়ের কথা চিন্তা করে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ একটি বীমা পলিসি গ্রহণ করা দরকার। বীমা আসলেই বিপদের বন্ধু আজ আমি তারই প্রমাণ পেলাম।

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ  আমার স্বামী ১৫ বছর মেয়াদি ১৫ লাখ টাকার একটি বীমা  পলিসি করেন যা ছয় বছর চালিয়েছেন তার মৃত্যুর পর নমিনি হিসেবে ৬ বছরে পুরো ১৫ বছরের লাভসহ  টাকার অংশ ১৯ লাখ ৫২ হাজার ৭৭ টাকা বুঝেপেলাম, তাই আজ আমি ধন্য একমাত্র সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি জন্য।