lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-20T17:47:21Z
দেশজুড়ে

ভারত থেকে ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন আমদানি

Advertisement

বেনাপোল প্রতিনিধি : 


ভারত থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন আমদানি হয়েছে।

বুধবার বিকাল ৫টার সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে স‍্যালাইল গুলো আমদানি করা হয়।

স্যালাইন আমদানি কারক ঢাকার জাস করপোরেশন এবং রফতানি কারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল। এর আগে গত সোমবার একই প্রতিষ্ঠান ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করেছিল।


প্রাথমিক অবস্থায়  ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে।  পরবর্তীতে চাহিদা বাড়লে আমদানির পরিমান বাড়তে পারে।


স্যালাইন আমদানি কারকের প্রতিনিধি কাজল জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মুল্যে মানুষ ক্রয় করতে পারবে।


বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, এসব স‍্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড় করনের সহযোগীতা করছে বন্দর কর্তৃপক্ষ।