Advertisement
আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ব্যাঙ হারি গড়েরডাঙ্গা ইউনিয়নে প্রায় ৮০ শতাংশ মানুষই তেজপাতা চাষের উপর নির্ভরশীল।
একই এলাকার সোনা চান্দি গ্রামের বাসিন্দা মজনু মিয়া প্রায় ২৫ বছর পূর্বে রংপুর থেকে এক লোকের মাধ্যমে তিন চারটি চারা এনে বাসার সামনে রোপন করেন তেজপাতার ফলন ভালো হওয়ায় তিনি আরাই বিঘা জমিতে চাষ করেন সিঙ্গাপুরি জাতের তেজপাতা ,।
এতে প্রতি বছরে মজনু মিয়ার আয় হয় ৮০ থেকে ৯০ হাজার টাকা। তেজপাতা চাষী মজনু মিয়া বলেন তেজপাতা অনেক প্রকারের হয় এরমধ্যে দেশি, সিঙ্গাপুরি ও তেজবল রয়েছে আমি আমার জমিতে সিঙ্গাপুরী জাতের তেজপাতা রোপন করেছি, এ জাতের তেজপাতা যেমন ফলন ভালো হয় তেমনি বিক্রি করতেও কোন কষ্টকরতে হয় না, বাগান থেকেই এসে ব্যবসায়ীরা কিনে নিচ্ছেন তেজপাতা, কাঁচা তেজপাতা প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা ও শুকনো তেজপাতা প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা ধরে বিক্রি করছি।
তাছাড়া তেজপাতা বাগানে এককালীন অন্যান্য সবজি ও সুপারি গাছ লাগানোর সুবিধা রয়েছে একই জমিতে দুই ভাবেই লাভবান হতে পারছি, এখন আমি জেলার বাহিরে বিভিন্ন জায়গায় চারা বিক্রি করছি।