lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-20T03:52:10Z
গ্রেফতারমাদক

নালিতাবাড়ীতে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Advertisement


 

মোঃ আরিফুল ইসলাম  , শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে বিদেশি মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল AC BLACK 750ml ও ২৪ বোতল ROYAL STAG 750ml সহ মোঃ রফিকুল ইসলাম(২৫) ও মোঃ রফিকুল ইসলাম (৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।


আটককৃতরা হলো, নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চূড়া এলাকার মোঃ আসকর আলীর ছেলে রফিকুল ও ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া মারুয়াপাড়ার মৃতঃ কছর আলীর ছেলে রফিকুল।


নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক জানান, সমশ্চূড়া এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। আসামীদের  বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হইতেছে। মাদক ব্যবসা ও সেবন বন্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।