Advertisement
আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় আটোয়ারী উপজেলা ধামোর ইউনিয়নের লতিঝারি গ্রামে সংখ্যালঘু পরিবারের ডালিমা বাওয়া (৭০) , এর বাড়িতে গত রাত ২ টার সময় অজ্ঞান পার্টির আক্রমণ।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় ডালিমা বাওয়া, প্রতিদিনের মতো রাত ১০ টার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে অজ্ঞান পার্টির সদস্যরা বাড়িতে প্রবেশ করে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে এবং ঘরের ভিতরে স্টিল আলমারির তালা ভেঙ্গে প্রায় ৮ থেকে ১০ ভরি স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায়।
জানা যায় ডালিমা বাওয়া এর ছেলে মেয়ে সবাই বাইরে থাকে এরা সকলেই চাকুরীজীবী।
এ বিষয়ে ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য পরেশ চন্দ্র বর্মন বলেন আমি এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসে দেখি অজ্ঞেন পার্টির আলামত। পরে স্থানীয়রা আটোয়ারী থানায় খবর দিলে আটোয়ারী থানা তদন্ত অফিসার ছোহেল, তার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করেন।
তবে এ বিষয়ে পুলিশ গণমাধ্যম কর্মীদের কাছে তাদের কিছু বাধ্যবাধকতা আছে বলে বক্তব্য দিতে অস্বীকার করেন।