সোমবার 17 মার্চ 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-19T04:34:16Z
আইন শৃঙ্খলা

পলাশে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার


Advertisement

আল আমিন মুন্সী,নরসিংদী:-নরসিংদী জেলার পলাশ থানা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজা ও ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ  বিল্লাল হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পলাশ থানা  এসআই মোঃ নাইমুল হক সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে পলাশ উপজেলার  বালুরচর পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেন। আসামি পলাশ বালুরচর পাড়া এলাকার আশরাফ উদ্দিন এর ছেলে, এ বিষয় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন বলেন, আসামি বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি আসামী নিজ বাড়ি থেকে মাদক বিক্রি করবে তখন আমরা অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেফতার করি। তিনি আরও বলেন, পলাশে সব সময় মাদকের বিরুদ্ধে অভিযান চলবে, মাদক কারবারি কেউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পলাশ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।