lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-21T14:59:41Z
আইন ও অপরাধ

সালথায় পেঁয়াজের হাটে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ আড়তকে জরিমানা

Advertisement


বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:


ফরিদপুরের সালথায় পেঁয়াজের হাটে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। পেঁয়াজের সরকারি মূল্য বাস্তবায়নে এ অভিযান চালানো হয়। এ সময় পেঁয়াজের চারটি আড়তকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। 


আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার জয়কাইল হাটে এ অভিযান চালায় ভোক্তা অধিকার। 


অভিযানের সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ বলেন, পেঁয়াজের সরকারি মূল্য বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান চালানো হয় ৷ এ সময় সরকারের নির্ধারিত মূল্য না মানায় ৪ টি পেঁয়াজের আড়তকে জরিমানা করা হয়। 


জরিমানা করা আড়তগুলোর মেসার্স জাহিদ ট্রেডার্সকে ২ হাজার টাকা, বেপারী এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মেসার্স হামজা ট্রেডার্সকে ২ হাজার টাকা ও মেসার্স সেলিম এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা সহ মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।  

সালথার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম, জেলা ও উপজেলা পুলিশের ১টি টিম এ অভিযানে সহযোগিতা করেন।