lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-22T10:34:43Z
সড়ক দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু !

Advertisement


 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনায় সোহরাব হোসেন (৪৮) নামে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়। ২২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল সুগান দিঘি পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহরাব ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ী গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহরাব হোসেন দুপুরে বাড়ি থেকে বের হয়ে বড় খোচাবাড়ী বাজারে যান। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ২৯ মাইল সুগান দিঘি পারে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন।  বোদা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো: শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।