Advertisement
মাহমুদ হাসান মাসুদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রসীরা।
আহত সজিব শিকদার (২৫) কাশিয়ানী সদর ইউনিয়ন ০১ নং ওয়ার্ডের কোবাদ শিকদারের পুত্র।
ভুক্তভোগী জানায়, ২২ সেপ্টেম্বর শুক্রবার সে এবং তার বন্ধু হাসিব শিকদার টিঠা ভাসমান সেতুতে ঘুরতে যায়। সন্ধ্যার পূর্বে কাশিয়ানী ফেরার পথে টগরবন্ধ যাওয়ার রাস্তার মাঝখানে ৮-১০ জন সন্ত্রাসী এস এস পাইপের রড ও চাইনিজ কুড়াল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে তাদেরকে আহত করে । তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে ঠেকালে তারা প্রানে বেচে যান।
সন্ত্রাসীদের হামলায় ভুক্তভোগী সজিব শিকদারের ডান হাত ভেঙ্গে গেছে, দুই পায়ে ৪ টা সেলাই এবং বাম হাতে ১০ টা সেলাই লেগেছে । বর্তমানে সে কাশিয়ানী সদর স্বাস্থ্য কম্প্লেক্স- এ চিকিৎসাধীন আছে।
পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটাতে পারে বলিয়া ভুক্তভোগী সন্দেহ প্রকাশ করেছেন। তিনি প্রতিবেদককে আরও জানান , চলাচলে অক্ষম থাকায় লিখিত অভিযোগ থানায় পাঠিয়েছেন ।