বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:-'সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার' এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ উদযাপন উপলক্ষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার পুরুষ্কার বিতরণী, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার পুরুষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি পৌর মেয়র আককাস আলী।
Advertisement
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহরিয়ার পারভেজ প্রমুখ।
আলোচনা সভা শেষে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় অংশ নেওয়া সরকারি বেসরকারি উন্নয়নমূলক স্টলগুলো প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।