Advertisement
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে আটোয়ারীতে আবারো বন মারা কীটনাশক দিয়ে ধান গাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মেরে ফেলা ধান ক্ষেতের পরিমান ২৫ শতক। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে উপজেলার তোড়িয়া ইউনিয়নের সৌলাপাড়া গ্রামের বৃদ্ধা জাহেদা খাতুনের ধান ক্ষেতে। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর বিকালে বৃদ্ধা জাহেদা খাতুন ধান ক্ষেত দেখতে যায়। গিয়ে দেখেন যে তার পুরো ২৫ শতক জমির ধান গাছ বন মারা কীটনাশক ছিটিয়ে মেরে ফেলেছে।
পরে ওইদিন রাতেই, জাহেদা খাতুন আটোয়ারী থানায় কয়েকজনের নাম উল্লেখ করে একটি লিখিত এজাহার দায়ের করেন।
এই আটোয়ারী থানার অফিসার ইনচার্জ বলেন, ওই বিষয়ে আমাদের কাছে কয়েকজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ এসেছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়ে আসব।
উল্লেখ যে, গত বছরেও বন মারা কীটনাশক ছিটিয়ে একই জমির পাঠ ক্ষেত নষ্ট করেছিল অভিযুক্তরা।