Advertisement
মোঃ মোরসালিন ময়মনসিংহ গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।২০ সেপ্টেম্বর রোজ বুধবার শ্যামগঞ্জ বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফৌজিয়া নাজনীন, এসময় শ্যামগঞ্জ বাজারের কাঁচা মালের আড়ৎ মেসার্স সততা ট্রেডার্স মোঃ লিটন মিয়া কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ডিমের দোকান মোঃ মোসলেম উদ্দিন কে ১ হাজার এবং লিটন মিয়াকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় তিনি বলেন আমাদের বাজার মনিটরিং অব্যাহত থাকবে, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।