Advertisement
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে পৌরশহর কৃষ্টচাঁদপুর মহল্লার বদির বাড়ি থেকে রফিকের বাড়ি পর্যন্ত ২শ ৯০ মিটার আরসিসি রাস্তা নির্মাণ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
আজ শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কৃষ্টচাদপুর মহল্লা এই আরসিসি রাস্তা নির্মাণ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র।
এসময় বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল ইসলাম, পলিপ্রয়াগপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল , ৪ নম্বর পৌর ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমান, সাবেক ৪ নম্বর পৌর ওয়ার্ড কাউন্সিলর ওয়াবাইদুল মিনহাজ,বিরামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (ভারঃ) আবু সোয়েব মোঃ সজল, উপ-সহকারী প্রকৌশলী বিপাশা রায়, কার্য্যসহকারি মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাফি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে পৌর মেয়র আককাস আলী বলেন, পৌরসভার মধ্যে যে সকল রাস্তা মানুষ চলাচলের অনুপযোগী সেই রাস্তাগুলোর সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নতুনভাবে আরসিসি ঢালাই এবং কার্পেটিং রাস্তার ব্যবস্থা শীঘ্রই গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আমি পৌরসভার সকল ওয়ার্ডের রাস্তার তদারকি করছি এবং সকলের সহযোগিতায় কাজগুলো যেন করতে পারি এ জন্য পৌরবাসীর সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করছি।