lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-14T13:32:18Z
সারাদেশ

গাজীপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দদের দুইদিন ব্যাপী আনন্দ ভ্রমণ

Advertisement


 আলিফ আরিফা,  গাজীপুর প্রতিনিধিঃ


গাজীপুর প্রেস ক্লাব এর ২০২৩-২৪ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এনামুল হক ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে দুইদিন ব্যাপী আনন্দ ভ্রমণ প্রথমদিন টুঙ্গীপাড়ায় বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  শ্রদ্ধা জানিয়ে ।  বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে যোহরের নামাজ শেষে বঙ্গবন্ধু মাজারে ফাতেহা পাঠের মধ্য দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।


পরে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাতে হোটেল সরোয়ার প্যারাডাইসে পৌঁছে রাত্র যাপন শেষে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় নিয়ে প্রানের উৎসবে মিলিত হন প্রেস ক্লাবের সদস্যরা।


কুয়াকাটার সাগর কন্যা খেত সমুদ্র সৈকত বৌদ্ধবিহার সহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করে (১৪ অক্টোবর) শনিবার এসে গাজীপুরে পৌঁছান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক মাসুদুল হক, মোঃ আবু বক্কর সিদ্দিক আকন্দ, ক্লাবের সহ সভাপতি এম এ সালাম শান্ত, যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক সাংগঠনিক সম্পাদক,  প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, নির্বাহী সদস্য রায়হানুল ইসলাম আকন্দ, মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখসহ ক্লাবের সদস্যগণ।