lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-15T13:04:10Z
চিকিৎসা

পিরোজপুরে পেশাদার চালকদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Advertisement


পিরোজপুর প্রতিনিধি: 


পিরোজপুর জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে পেশাদার চালকদের চক্ষু, রক্তচাপ ও আরবিএস পরীক্ষার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়, জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় পিরোজপুর জেলা বাস টার্মিনালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।



এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফারহান ফাইয়াজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাকিল সরোয়ার, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মোঃ মাহবুবুর রহমান, পিরোজপুর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক সঞ্জীব কুমার মিত্র, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সার্কেলের মোটরযান পরিদর্শক মেহেদী হাসান ও মোটরযান পরিদর্শক মোঃ আবদুল মতিন প্রমুখ।



মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পেশাদার গাড়ি চালকদের উচ্চ রক্তচাপ, চক্ষু ও আরবিএস পরীক্ষার পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয় পরামর্শ দেওয়া হয়।