lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-13T13:27:27Z
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা

Advertisement


 

মোঃ মজিবর রহমান শেখ:-১২ অক্টোবর বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার  উত্তম প্রসাদ পাঠক ,  ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান,  আলোচনা সভায় পুলিশ সুপার বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ । এ বিষয়ে সরকার এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সরকার টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণ বাড়িয়েছে এবং নিয়মিত কম দামে পণ্য বিক্রি করছে। সরকারের এ উদ্যোগ ইতিবাচক। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অহেতুক লাগামহীন দাম বাড়ার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জনান তিনি। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সব সময় স্থিতিশীল রাখতে হবে। তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।