lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-25T14:52:31Z
শিক্ষা

কাজিরগাঁও এইচ.আর.এফ প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Advertisement


 

সোহেল মিয়া,ছাতক-দোয়ারাবাজার:-সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত কাজিরগাঁও এইচ. আর এফ প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।মঙ্গলবার (২৪ অক্টোবর) বিদ্যালয় ক্যাম্পাসে  ঝাকঝমকপূর্ন ভাবে  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।


বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের সমন্বয়ে গঠিত( HRF) সংস্থার সদস্য আব্দুল সালাম বাবুল,খাইরুল শহিদ, জুহেলী আক্তার খাঁন,শামীমা  বেগম,সানিয়া আম্বিয়া চৌধুরী, সুলতানা বেগম, হালিমা বেগম, সৈয়দ সিরাজুল ইসলাম,আয়শা বেগম, জোসনা বেগম।


 জামেয়া ইসলামিয়া লামাসানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক পাবেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ক্বারী সমুজ আলী,অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম সাইদ, কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ট বিদ্যোৎসাহী ও সমাজকর্মী মোঃ

আব্দুল খালেক,ভূমিদাতা  কনুফর আলী, ছফির উদ্দিন, আবুল বাশার টেইলার, আব্দুল জব্বার খোকন,হাজ্বী কলমদর আলী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা জাহেদ আহমেদ, মাওলানা আব্দুল মুকিত, মুক্তার আলী,পাবেল আহমদ অভি,মাস্টার সায়েদ মাহমুদ,  একরাম হোসেন,আফিক আহমদ।


এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোহাম্মদ সাহিদ আলী, সহকারী  শিক্ষক মোহাম্মদ  আমির উদ্দিন,সহকারী শিক্ষক মরিয়ম হক তালুকদার পান্না,সহকারী শিক্ষক  রুমি বেগম,সহকারী শিক্ষক মাছুমা বেগম, সহকারী শিক্ষক আয়শা আক্তার ফাহিমা সহ শিক্ষার্থী, অভিভাবক প্রমুখ উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠান শেষে HRF (ইউকে) সংস্থার সদস্যদের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ,ক্যাপ,খাতা,কলম, শিক্ষকদের ছাতা,পার্স ব্যাগ উপহার প্রদান করা হয়।


উল্লেখ্য,২০১৯ সালের ২৪ অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেনী ক্লাসের ৪০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হওয়া কাজিরগাঁও এইচ.আর.এফ প্রাথমিক বিদ্যালয়ের ৪বছর পূর্ন হয় মঙ্গলবার ২৪ অক্টোবর। নাগরিক সুবিধাবঞ্চিত প্রত্যন্ত এই অঞ্চলে  কালারুকা ইউনিয়নের রামপুর  নিবাসী  লন্ডন প্রবাসী  মোহাম্মদ মোশাহিদ আলী সাহেবের  সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হওয়া  বিদ্যালয়টির  প্রতিষ্ঠার ৪র্থ বছরে বর্তমানে পঞ্চম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থী রয়েছে মোট১৬০ জন। স্থানীয়দের দাবী স্বাধীনতার ৫২ বছরে দেশের সার্বিক উন্নয়ন হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত এই অঞ্চলে। এই এলাকায় সরকারি কোন শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় এতে যেমন মানুষ শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে। তেমনি যোগাযোগ ব্যবস্থায় চরম দূর্ভোগে জীবন পার করছেন এই অঞ্চলের মানুষজন। 

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের নিয়ে সংগঠিত ( HRF- এইচ.আর.এফ)সংস্থাটি ২০১৯ সালে কাজিরগাঁও গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা করে দেওয়ায় ৪ বছর ধরে এই এলাকার শিশুরা প্রাথমিক শিক্ষা গ্রহন করতে পারছে৷ স্থানীয়রা 

এইচ.আর.এফ(HRF)সংস্থার সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।