lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-28T18:42:11Z
রাজনীতি

টেকনাফ পৌর যুবলীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্যর প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত

Advertisement


 

ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি:-আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী বিএনপি জামায়াতের হত্যা, দেশবিরোধী ষড়যন্ত্র অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফ পৌর যুবলীগের আয়োজনে উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় টেকনাফ পৌর শহরের শাপলা চত্বর যুবলীগের কার্যালয়ে রেজাউল করিম রেজার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।


টেকনাফ পৌর যুবলীগের সভাপতি রেজাউল করিম ধইল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল কবির।


জরুরী সভায়,টেকনাফ পৌর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক  বলেন। বিশ্বনেতা শেখ হাসিনার নেতৃত্বে  তলাবিহীন ঝুড়ি থেকে দেশ বর্তমানে মধ্য আয়ে উন্নীত হয়েছে। দেশের অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপি নানামুখী  ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্র নষ্যাৎ করতে টেকনাফ উপজেলা যুবলীগ প্রতিটি নেতাকর্মীদের সাথে নিয়ে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি।


এতে আরো বক্তব্য রাখেন পৌর যুবলীগের সিনিয়র নেতা শওকত আলম, ফারুক, নুরুল আলম,ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল বশর নুরশাদ কাউন্সিলর।


প্রধান বক্তার বক্তব্যে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ফজলুল কবির বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। যুবলীগের নেতাকর্মীদের এসব উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের সংগঠনের নেতৃবৃন্দদেরও সেই স্বপ্ন দেখতে হবে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের দিক নির্দেশনায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাজে যুবলীগের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান বলেন- প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজকে নতুন প্রজন্ম জাগ্রত, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বলে এখন মানুষকে বোকা বানাতে পারবে না। যুবলীগের নেতা-কর্মীরা আদর্শের এই সংগঠনকে ভালোবাসে বলেই শেখ হাসিনার ডাকে রাজপথে আছে এবং থাকবে। যুবলীগ নেতা-কর্মীরা বিএনপি-জামাত ও দেশবিরোধী চক্রের বাংলাদেশের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্রের মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত আছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করে যাচ্ছেন। গেল ১৪ বছরেও দেশের উন্নয়নের সুফল আপনারা পাচ্ছেন। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে এদেশের মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।  


উক্ত জরুরি সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জরুরী সভা শেষে- এক বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল টি শাপলা চত্বর মোড় থেকে শুরু করে ভূমি অফিসের সামনে দিয়ে থানা রোড থেকে উপরের বাজার ও টেকনাফ স্টেশনের ঝর্না চত্বর প্রদক্ষিণ করে শাপলা চত্বর মোড়ে অবস্থান করে। বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, ও পৌর যুবলীগের সভাপতি, রেজাউল করিম ধইল্যা, সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল্লাহ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন, সাধারণ সম্পাদক, ইব্রাহিম বাবলু, প্রমূখ। উক্ত মিছিলে পৌর যুবলীগের নেতাকর্মী সহ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।