Advertisement
হৃদয় হোসাইন,বেড়া (পাবনা) :
পাবনার বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। রবিবার ১৫ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে। উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড.শামসুল হক টুকু এমপি। আমন্ত্রিত অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন। বিশেষ অতিথি ছিলেন বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু, ভাইস চেয়ারম্যান মেসবাহ-উল-হক। মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি,উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক প্রভাষক আবু সাইদ।বেড়া মডেল থানার অফিসার ইর্নচাজ মোহাম্মদ হাদিউল ইসলাম,সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ। বেড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি ভৃগুরাম হালদার, সাধারন সম্পাদক সুজিত কর্মকার, পৌর পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি রঞ্জন কর্মকার।স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় ডেপুটি স্পীকার শামসুল হক টুকু বলেন,আই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যার যার মন্দির তাকে তাকে দেখে রাখতে হবে। মাদকাসক্ত কাউকে মন্দিরের সেচ্ছাসেবক দায়িত্ব দেওয়া যাবে না। সবাই মিলে একটি সাম্প্রদায়িক বেড়া উপজেলা গড়তে হবে। সুস্বাস্থ্যবান আনসার মোতায়েনের দেওয়ার পরামর্শ দেন। এসময় জেলা পরিষদের পক্ষ থেকে বেড়া উপজেলা ৬৩ টি মণ্ডপকে আর্থিক সহায়তা করা হয়েছে।