lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-27T15:29:16Z
অগ্নিকান্ড

আটোয়ারীতে দু’দিনে তিন অগ্নিকান্ডে ৯ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

Advertisement


জিল্লুর হোসেন সরকার,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ 


পঞ্চগড়ের আটোয়ারীতে গত দু’দিনে তিন ইউনিয়নে আগুনে পুড়ে গেছে ৯ পরিবারের সর্বস্ব। উল্লেখ গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী বটতলী গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। 


স্থানীয়রা জানান, ওই গ্রামের জনৈক গনেশ চন্দ্রের বাড়িতে সন্ধ্যা পুজো দিতে গেলে  অসাবধানতা বশতঃ ধুপের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে বৈদ্যুতিক লাইন থাকায় মুহুর্তে গ্রামে আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পাড়ার পান্না চন্দ্র, নিধান চন্দ্র, নুনি চন্দ্র ও বুধু চন্দ্রের সোয়ার ঘর, রান্না ঘর সহ মোট ১১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। বিলম্বে আটোয়ারী ও বোদা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 


অগ্নিকান্ডে স্বর্ণালংকার, নগদ টাকা, শুকনো মরিচ, চাল, ডাল, প্রয়োজনীয় কাগজপত্র সহ কাপড়-চোপড় পুড়ে যায়। এসময় আগুনে পুড়ে যাওয়া পাঁচটি পরিবারের সার্বিক  ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।


ঘটনার পর তাৎক্ষনিকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, বলরামপুর ইউপির চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় দুর্ঘটনার স্বীকার প্রত্যেক পরিবারের মাঝে ৩০ কেজি চাল, তেল, ডাল, লবন ও কম্বল বিতরণ করা হয়।


এদিকে গত বুধবার উপজেলার রাধানগর গ্রামে এক অগ্নিকান্ডে ২ পরিবার ও আলোয়াখোয়া ইউনিয়নে ২ পরিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে।