lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-24T10:06:34Z
জাতীয়

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে - আব্দুর রহমান

Advertisement


সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্:(আলফাডাঙ্গা-বোয়ালমারী প্রতিনিধি) 


বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর লড়াই সংগ্রামের বাংলাদেশ আমরা সবাই মিলেমিশে বসবাস করছি। মানুষ-মানুষে সম্প্রীতি বাড়াবে এটাই হলো সকল ধর্মের মর্মকথা। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন সকল ধর্মের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য। এই জনপদে কোন ধরনের ধর্মীয় উস্কানী দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হলে সেটাকে আওয়ামী লীগ বরদাস্ত করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে।



সোমবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী দূর্গা মন্দিরে শারদীয় দূর্গা উৎসবের নবমীতে এসব কথা বলেন আব্দুর রহমান। এর আগে সোমবার সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌর সদরের কয়েকটি দূর্গা পূজা পরিদর্শন করেন আব্দুর রহমান।


এ সময় শতশত হিন্দু নারী-পুরুষ ভক্তবৃন্দের উদ্দেশ্যে সাবেক এমপি আব্দুর রহমান বলেন, ধর্ম যার যার-উৎসব সকলের। বর্তমান সরকারের আমলে যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারছেন। একমাত্র শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সেটা সম্ভব হচ্ছে।



আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও সকল পর্যায়ের উন্নয়নের ছোয়া লেগেছে। দেশে বড় বড় উন্নয়ন করে বিশ্ব দরবারে শেখ হাসিনা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। বোয়ালমারীতে ১৯৯০ সালে এই মন্দির ভাংচুর করা হয়েছিলো, সেই সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে ডাকবাংলো চত্বরে আমি প্রতিবাদ সভা করেছিলাম। সেই সময় থেকেই আপনাদের পাশে আছি। উন্নয়নের এই অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে আবারো আপনাদের ক্ষমতায় আনতে হবে।



এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ চৌধুরী, নাসির মো:সেলিম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জালাল উদ্দিন, উপ-প্রচার সম্পাদক এনামুল হক, সদস্য আব্দুল আলীম মোল্যা, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলী আকবর আলী, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার সাহা, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম মৃধা, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক দাউদুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা ওহিদুর রহমান, আল মামুন রনী, সৈয়দ তারেক আব্দুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক পরশ সিকদার,  উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি রাজিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌর্তুজা আলী তমাল, সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দীক, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর ফাহিম, সা:সম্পাদক মিদুল, সাংগঠনিক সম্পাদক সাফাত বাপ্পীসহ বিভিন্ন এলাকা থেকে আগত সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।