lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-12T16:01:26Z
খেলাধুলা

ঠাকুরগাঁওয়ে ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

Advertisement


মোঃ মজিবর রহমান শেখ


জাক জমকপূর্ণ  আযোজনের মধ্য দিয়ে ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন করা হয়। ১২ অক্টোবর বৃহস্পতিবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে লীগ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভ্ইুয়া। 


জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভ্ইুয়া, বিশেষ অতিথি জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, ১ম বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহবায়ক আবু তৈয়ব মো: মনিরুল হুদা হেলাল প্রমুখ। উদ্বোধনী খেলায় সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী টিম প্রথমে ব্যাটিং করে ৩৮ ওভারে ১০ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নবীন ক্রীড়া ও সাহিত্য সংসদ টিম ২৫৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করছিল।  উল্লেখ্য যে, লীগে মোট ১২টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো-উদ্বোধনীর ২ টিম, উত্তরণ ক্রীড়া চক্র, রেনেসাঁ স্পোটিং কাব, আগমনী স্পোটিং কাব, জাগ্রত যুব সংঘ, সবুজ কাব, দিশারী স্পোটিং কাব, যুব সংসদ ঠাকুরগাঁও রোড, বাংলাদেশ কাব, স্টার কাব ও ক্রিকেট ডেভলপমেন্ট স্কোয়ার্ড।